Satorupa Omrah Package

কিভাবে উমরাহ পালন করবেন?

উমরার ফরজ দুটি।
(এগুলো ইচ্ছায় বা অনিচ্ছায় ছুটে গেলে উমরা বাতিল হয়ে যাবে।)

  1. ইহরাম :

ইহরাম বাঁধা। ইহরাম পুরুষরা সেলাইবিহীন দুটি কাপড় পরিধান করবে। আর নারীরা ঢিলেঢালা স্বাভাবিক পোশাক পরিধান করবে।মিকাত থেকে বা মিকাতের বাইরে থেকে পবিত্রতা অর্জন করে উমরার নিয়তে ইহরামের কাপড় পরিধান করে তালবিয়া পাঠ করা; সম্ভব হলে দুই রাকাত নফল নামাজ আদায় করে নেওয়া।

তালবিয়া হলো

’লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা’

অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দ্বারে উপস্থিত, আমি হাজির, তোমার কোনো অংশীদার নেই, তোমার দরবারে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামতের সামগ্রী সবই তোমার, (সর্বযুগে ও সর্বত্র) তোমারই রাজত্ব, তোমার কোনো অংশীদার নেই।

ইহরামের নিয়ত করার কারণে কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায় সেগুলো হলোঃ
(১) সেলাই করে প্রস্তুতকৃত পোষাক পরা (পুরুষদের জন্য) (২) মাথার সাথে লেগে থাকে এমন জিনিস দ্বারা মাথা ঢাকা (৩) ইচ্ছাকৃত ভাবে মাথার চুল ও শরীরের পশম কাটা বা উঠান (৪) হাত পায়ের নখ কাটা (৫) আতর বা সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করা (৬) স্থলচর প্রাণী শিকার করা (৭) স্বামী-স্ত্রী মিলন করা বা এ জাতীয় বিষয়ে আলাপ আলোচনা করা (৮) বিবাহের প্রস্তাব দেয়া বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া (৯) মহিলাদের জন্য হাত মোজা ব্যবহার, মুখ ঢাকা (তবে লোকজনের সামনে অবশ্যই মুখ ঢাকতে হবে) (১০) মক্কা ও মদিনার হারাম সীমানার গাছ গাছালী কাটা, ভাঙ্গা, উপড়ান (সর্বাস্থায়) (১১) মক্কা ও মদিনার হারাম সীমানায় পরে থাকা জিনিস নেয়া (তবে তা মালিককে দেয়ার জন্য উঠান যাবে)।

  1. তাওয়াফ
    বাইতুল্লাহ তাওয়াফ করা। মক্কায় পৌঁছে কালবিলম্ব না করে পবিত্রতা অর্জন করে তাওয়াফ করতে হবে। পুরুষরা তাওয়াফের সময় ইজতেবা তথা ডান কাঁধ খালি করে রাখবে। অর্থাৎ চাদরের মধ্যভাগ ডান কাঁধের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের ওপর রাখতে হবে। হাজরে আসওয়াদ বরাবর জায়গা থেকে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে তাওয়াফ শুরু করতে হবে। তাওয়াফের সময় সম্ভব হলে রুকনে ইয়ামানী হাত দ্বারা স্পর্শ করবে এবং প্রতিবার চক্করে হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছলে হাজরে আসওয়াদের দিকে হাত দ্বারা ইশারা করে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে পরবর্তী প্রদক্ষিণ শুরু করবে। তাওয়াফ অবস্থায় কোরআন তেলাওয়াতসহ যেকোনো দোয়া পাঠ করা যায়।
    এভাবে সাত চক্কর শেষ হলে উভয় কাঁধ ঢেকে নেবে এবং মাকামে ইবরাহীমের বরাবর পিছনে দুই রাকাত নামাজ পড়বে। তবে কখনও ভিড়ের কারণে সেখানে নামাজ পড়া সম্ভব না হলে মাসজিদুল হারামের যেকোনো স্থানে পড়লে আদায় হয়ে যাবে।

উমরার ওয়াজিবও দুটি।
(এগুলো ইচ্ছাকৃত ছেড়ে দিলে উমরা বাতিল হবে। আর অনিচ্ছাকৃত ছুটে গেলে উমরা আদায় হয়ে যাবে; তবে শর্ত হলো এর ক্ষতিপূরণ হিসেবে দম বা কোরবানি দিতে হবে।)

  1. সাঈ
    সাফা-মারওয়া সাঈ করা। সাফা পাহাড় থেকে সাঈ শুরু করতে হবে। প্রথমে সফা পাহাড়ে আরোহণ করে কোরআনের এই আয়াতটি পাঠ করবে, ‘ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়া ইরিল্লাহ।’ (সুরা বাকারা : আয়াত ১৫৮)। অতঃপর কিবলামুখি হয়ে দুই হাত তুলে মহান স্রষ্টার দরবারে প্রার্থনা করবে; কেননা এটা দোয়া কবুলের বিশেষ স্থান। এরপর ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা-কুল্লি শাইয়িন কাদির’ বলে সাঈ শুরু করবে। সাঈ অবস্থায় যেকোনো দোয়া পাঠ করা যায়; তবে সবুজ বাতি জ্বালানো স্থানটি পুরুষরা একটু দ্রুত অতিক্রম করতে হবে (মহিলারা স্বাভাবিকভাবে অতিক্রম করবে) এবং স্থানটি অতিক্রমকালে উভয়ে এই দোয়া পড়বে “রাব্বিগফির ওয়ারহাম ওয়াআনতাল আ’আজ্জুল আকরাম”। অতঃপর মারওয়া পাহাড়ে পৌঁছে সাফা পাহাড়ের অনুরূপ দোয়া ও তাসবিহ পাঠ করবে। এভাবে মোট সাতবার প্রদক্ষিণ করবে এবং মারওয়া পাহাড়ে এসে সাঈ শেষ হবে।

2.মাথা মুণ্ডানো:
পুরুষদের মাথা মুণ্ডানো বা চুল ছাঁটতে হবে। আর মহিলাদের চুলের অগ্রভাগ থেকে কমপক্ষে এক কুর পরিমাণ কাটতে হবে। আর এরই মাধ্যমে উমরার কার্যক্রম সম্পন্ন হবে। প্রত্যেক খোদাপ্রেমিক মুমিন বান্দাই মক্কা ও মদিনা জিয়ারতের স্বপ্ন লালন করে। সর্বদা তৃষ্ণার্ত থাকে জিয়ারতের পিপাসায়। প্রকৃত প্রেমিক বান্দা কখনও বাইতুল্লাহ ও মদিনার জিয়ারতে তৃপ্ত হয় না। বরং প্রতিবার জিয়ারতে পিপাসা আরও প্রবলভাবে বৃদ্ধি পায় এবং ফিরে এসে প্রতিটি মুহূর্তে সে দগ্ধ হতে থাকে মক্কা ও মদিনার বিরহ বেদনায়।

তাই মহান প্রভুর দরবারে আমাদের এই মিনতি, হে আল্লাহ! আপনার সব প্রেমিক বান্দাদের দয়ার চাদরে আবৃত করে হজ ও উমরার মাধ্যমে বারবার বাইতুল্লাহ ও মদিনার জিয়ারতের তাওফিক দান করুন।

উমরার ফজিলত:

عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنهُ: أنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ: «العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلا الجَنَّةُ». متفق عليه

১) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,এক উমরাহ অন্য উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফফারা। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত।  ( বুখারী ও মুসলিম )

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُما قَالَ: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: «تَابعُوا بَيْنَ الحَـجِّ وَالعُمْرَةِ فَإِنَّـهُـمَا يَــنْــفــِيَــانِ الــفَــقْــرَ وَالــذنــُوبَ كَمَا يــَنْــفِــي الــكِــيــرُ خــَبــَث الــحَــدِيــدِ». أخرجه النسائي.
২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদীস সহীহ)

ইহরাম এর ধাপ সমূহ  | Ihram Steps

  1. ইহরাম এর প্রস্তুতি
  2. কাপড় পরা
  3. নিয়ত করা
  4. তালবিয়া পাঠ করা
  5. ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সমূহ থেকে দূরে থাকা।
  6. ইহরাম এর প্রস্তুতি | Preparation for Ihram
    • হাত এবং পায়ের নখ কাটা ।
    • শরীরের অবাঞ্চিত লোম / চুল পরিষ্কার করা ।
    • গোসল বা ওযু করে পবিত্রতা অর্জন করা ।
    • ইহরাম করার পূর্বে গোসল করাই উত্তম , যদি পর্যাপ্ত পানি না থেকে বা অন্য কোনো বাস্তব অসুবিধা থাকে তবে ওযু করে ইহরাম এর পূর্ব প্রস্তুতি সম্পন্ন করবে।
  1. ইহরাম এর কাপড় পরা| How to wear Ihram ?
    পুরুষদের জন্য সেলাইবিহীন ২ টুকরা সাদা কাপড় , একটি নীচে পরবে। দ্বিতীয়টি গায়ে দিবে। ৩য় আর কোন প্রকার কাপড় গায়ে রাখা যাবে না। যেমন টুপি, গেঞ্জি, জাইঙ্গা বা তাবীজ কিছুই না। তবে শীত নিবারণের জন্য চাদর ও কম্বল ব্যবহার করতে পারবে। তবে মাথা ঢাকা যাবেনা । পায়ে ২ফিতার সেন্ডেল পরবে।       

Ihram for women | মেয়েদের ইহরাম

মেয়েদের ইহরাম এর জন্য বিশেষ কোনো ড্রেস নেই , সম্পূর্ণ শরীর ঢিলাঢালা ভাবে আবৃত করে এমন যেকোনো রং এর সাধারণ শালীন পোশাক পরবে , তবে মুখমন্ডল এবং হাতের কব্জি খোলা থাকবে | নিকাব হাতমোজা পরবেনা  |  মাহরাম ব্যতীত অন্য পুরুষ থেকে পর্দা করার জন্য ওড়না জাতীয় কিছু ব্যবহার করবে | মহিলাগণ পায়ে মোজা পরতে পারবে .

হায়েযনেফাস অবস্থায় মেয়েরা পরিচ্ছন্ন হবে, গোসল করবে, ইহরাম বাধবে। কিন্তু হায়েয-নেফাস অবস্থায় নামায পড়বে না এবং কাবাঘর তাওয়াফ করবে না। বাকী অন্যসব কাজ করবে। এরপর যখন পবিত্র হবে তখন অজু-গোসল করে তাওয়াফ ও সাঈ করবে। যদি ইহরামের পর হায়েয শুরু হয় তখনো কাবা তাওয়াফ করবে না যতক্ষণ পবিত্র না হয়।

  1. ইহরাম এর নিয়ত করা
    মীকাত থেকে নিমলিখিত কয়েক ধরণের মধ্যে থেকে যেকোনো একধরণের নিয়ত করতে হবে

উমরাহ যাত্রীগণ উমরাহ এর জন্য ইহরাম বাধবে অর্থাৎ নিয়ত করবে ।
লাব্বাইক উমরাতান (অর্থ: আমি আপনার ডাকে সাড়া দিতে ওমরার জন্য হাযির)
তামাত্তু হজ্জের ( Tamattu Hajj ) যাত্রীগণ মীকাত থেকে উমরাহ এর নিয়ত করবে
লাব্বাইক উমরাতান (অর্থ: আমি আপনার ডাকে সাড়া দিতে ওমরার জন্য হাযির)
এবং মক্কা হোটেল থেকে মিনা যাওয়ার পূর্বে হজ এর নিয়ত করবে
লাব্বাইক হাজ্জান’ (অর্থ: আমি আপনার ডাকে সাড়া দিতে হজ্জের জন্য হাযির) ।

ক্বিরান হজ্জের যাত্রীগণ উমরাহ এবং হজ্জের উভয় নিয়ত একসাথে করবে
লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান’ (অর্থ: আমি আপনার ডাকে সাড়া দিতে ওমরা ও হজ্জের জন্য হাযির) ।

ইফরাদ হজ্জের যাত্রীগণ হজ এর নিয়ত করবে
লাব্বাইক হাজ্জান’ (অর্থ: আমি আপনার ডাকে সাড়া দিতে হজ্জের জন্য হাযির) ।

  1. তালবিয়া পাঠ করা
    উচ্চস্বরে ( পুরুষ ), নিন্মস্বরে ( মহিলা ) তালবিয়া পাঠ করবে , তালবিয়া নিজে নিজে পাঠ করতে থাকবে দলবেঁধে তালবিয়া পাঠ করা সুন্নত সম্মত নয়।
    ইহরাম বাধা অর্থাৎ নিয়ত করার পরথেকেই তালবিয়া পাঠ শুরু করবে , শেষ করবে তাওয়াফ শুরু করার পূর্বক্ষণে। হজ এর তালবিয়া ১০ই জিলহজ বোরো জামারায় পাথর নিক্ষেপের পূর্ব পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকবে।
  2. ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সমূহ
  • চুল, নখ কাটা , শরীর চুলকানোর সময় অজ্ঞাতসারে চুল / পশম পরে গেলে ক্ষতি নেই , তবে সাবধান থাকা ভালো।
  • কাপড়ে বা শরীরে সুগন্ধি ব্যবহার করা ।
  • ইহরামের কাপড় ( পুরুষ ) মাথায় লেগে থাকে এমন কিছু পড়া , যেমন টুপি, পাগড়ি , ইত্যাদি ।
  • ইহরাম অবস্থায় ( পুরুষ ) পুরু শরীরে বা আংশিক ভাবে সেলাই করা কাপড় পরিধান করা ।
  • স্বামী-স্ত্রী শারীরিক সম্পর্কে জড়ানো বা এ সংক্রান্ত কিছু করা ।
  • বিয়ের প্রস্তাব দেয়া ( মুহরিম অবস্থায় বিয়ে করা যাবে না ). ।
  • ইহরাম অবস্থায়মহিলারা হাতমোজা পরবেনা, নেকাব দিয়া চেহারা ঢাকবে না ।
  • মাহরাম ব্যতীত অন্য পুরুষ থেকেপর্দা করার জন্য ওড়না জাতীয় কিছু ব্যবহার করবে ।
  • কোনো প্রাণী শিকারের উদ্দেশে ধাওয়া করা / শিকার করা ।
  • ইহরাম অবস্থায় অথবা অন্য সময় , হারাম এরিয়াতে গাছের পাতা / ডাল ভাঙা ।
  • কটুকথা বলা , ঝগড়াঝাটি করা , কাওকে কষ্ট দেওয়া।

ইহরাম অবস্থায় যা করা বৈধ

  1. শুধু পানি বা সুগন্ধ বিহীন সাবান দিয়ে মাথা ও শরীর ধোয়া যাবে ।
  2. ক্ষত স্থানে বেন্ডেজ লাগানো যাবে ।
  3. চশমা , ঘড়ি , বেল্ট, সেফটিপিন , ইয়ারফোন ব্যবহার করা যাবে ।
  4. সেন্ডেল, আংটি পড়া যাবে।
  5. মাথায় ছাতা ব্যবহার করা যাবে ।
  6. ইহরামের পোশাক পরিবর্তন এবং পরিষ্কার করা যাবে ।
  7. স্বপ্নদোষ হলে ইহরামের কোন ক্ষতি হয় না।
  8. মহিলাগণ সেলাইযুক্ত কাপড় এমনকি অলংকারও পরতে পারবে।
  9. মানুষের জন্য ক্ষতিকর বিষাক্ত প্রাণী মারা যাবে।

Alhamdulillah, Our main concern has always been to remain fair and honest in all our dealings, delivering what we promise, and combining professionalism with firm adherence to the Qur’an & Sunnah.

As a result of this, we find that the majority of people who travel with us do so based on recommendations from previous customers. We served happily a large number of peoples in the last ten years. Alhamdulillah, all of them are very happy

we offer a different type of omrah package on the basis of facilities and duration. facilities like the type of accommodation – 5-star hotels to the budget category. transportation, food, VIP / Normal, etc.

Omrah package duration 3 days to 28 days.

Omrah trip accompanied by a religious person (Mufti Maolana) to guide Omrah rituals & steps according to Qur’an & Sunnah. Skilled people appointed in Our Liaison offices in Holy Makkah & Madinah to ensure Quality of service. we are improving our efficiency gradually to ensure a higher level of comfort to our respected Hajis. Our Omrah team consists of educated, experienced, skilled & dedicated young peoples to serve respected Guest of Allah (Hajji) properly 24/7. Via Sayed Aviation Services Licence No:430 we’ll provide Omrah service.

Our Hajj group is the wholesale Omrah agency in Bangladesh. We have the ability to process the Omrah visa very fast, even within 24 hours, if an emergency.

we are the Saudi hajj Omrah ministry, Ministry of civil aviation and Religious ministry of Bangladesh authorized hajj Omrah agency in Dhaka, Bangladesh

IATA accredited

Member of     HAAB,    TOAB,    ATAB

Documents required for Omrah

 

1. Adult applicant
* Passport scanned copy/photocopy
* Valid mobile phone number

• 2. Non-Resident Bangladeshi (NRB) applicant.
• Color scanned copy of Passport ( foreign/Bangladeshi pp)
• Passport size color photo soft copy
• Valid mobile number + email id.

• 3. Child applicant ( along with parents )
* Color scanned soft copy of Passport
* Color scanned soft copy of the Birth certificate
* Passport size color photo soft copy
* parent’s valid mobile number + email id.

VIP-Package Features

* HILTON TOWER/VILLA/ILIF TOWER/ZAMZAM or 4/5 star hotel.
* 2 people will stay in one room in the above mentioned hotel
* Stay at any hotel in front of Medina Gate No. 6-22 for 7-8 days.
* ziyarat.
*200-300 meters distance from Masjidul Haram and Masjid Nabbi.
* AC car and AC tent.
* 3times meal.

Package__250000/- BDT per person.

A-Package Features

* 3-star hotel.
* 2 people will stay in one room in the above-mentioned hotel
* Stay at any hotel in front of Medina Gate No. 6-22.
* ziyarat.
*500-600 meters distance from Masjidul Haram and Masjid Nabbi.
* AC car and AC tent.
* 3times meal.

Package ___180000/- BDT per person.

B-Package Features:

* 2-star standard hotel.
* Stay in any hotel in front of Medina Gate No. 6-22.
* ziyarat.
* AC car and AC tent.
* 3times meal.
* 800-1200 meters distance from Masjidul Haram and Masjid Nabbi.

Package __140000/- BDT per person.

If you are looking for the best Omrah package from Jashore, Bangladesh with personalized professional service then Satorupa Hajj Omrah Group is the right choice. Satorupa Omrah packages especially suitable for comfort seekers, who are planning to perform Omrah with kids or senior family members. we have 12 years of experienced professional guide team in Makkah and Madinah to assist our respected guests. Satorupa Hajj group is processing the Omrah visa priority basis within a very short time. Omrah visa requirements are very simple to manage for Bangladeshi Muslims.
1. Group Omrah package from Bangladesh – 15 Days
SATORUPA Hajj group sends Omrah pilgrim groups weekly at a fixed departure date. Generally, group flight dates confirmed 20 to 45 days before.
Airlines (direct or transit flight or budget airlines) depend on clients’ requirements. we arrange different types of hotels for groups budget-friendly to Luxury 5-star hotels adjacent al-haram.
Group size varies from 10 pax to 40 pax.
Most of the time we deal with family – friends/corporate groups & sometimes we make a group for individuals.
2. Ramadan Omrah package from Bangladesh
We do both types of Omrah packages in Ramadan, Fixed date fly group packages & any date fly family packages.
Omrah packages duration commonly from 15 days to 28 days. Itikaf packages also available for individuals/groups.
one thing should be the mind that the Ramadan Omrah package must confirm 60 to 90 days ahead of your tentative departure date to avoid insufficiency or high price. Usually, the Ramadan Omrah package is expensive.
Omrah package before/after EID ul Fitre also available at a good price for early bookers.
We hope you find our website to be informative and helpful. We always offer the best Omrah package from Dhaka, Bangladesh. if you are interested please feel free to contact us at any time. Our dedicated team will help you with how to quickly process on time.
May Allah Help us to perform our Hajj Omrah properly. Jazak Allah Khair

To change the package, you have to inform the authority quickly.

Only air tickets and Omrah visas can be obtained without visiting Resident, Meal, Ziyarat and various places of interest.

There is a facility of Omrah package from 7 days to 85 days.

3 times/day standard Banghadeshi food serving

Route
1. Dhaka-Jeddah/Medina
2. Dhaka-Transit-Jeddah/Medina
3. Jeddah/Medina-Dhaka
4. Jeddah/Medina-Transit-Dhaka

Places to visit in Makkah (ziyarat)
* History and tradition of the Haram or Kaaba house in the mosque.
* Jabale Noor (Hera hill) where the first revelation was revealed.
* Jabale Chaor (mountain to hide during migration).
* Jabale Rahmat (Farewell Hajj speech place).
* Jinn in the mosque (the place where the jinn took the bayat).
* Birthplace of Prophet Kareem (SAW).
* The place of Abu Jahl’s house (now it is the place of Hajisaheb’s urinal)
* Al-Helal Mosque (the place where the moon bisects).
* The place of Omar’s conversion to Islam.
* Umm Hani’s house (from where the Prophet (peace be upon him) went to Miraj).
* The place of the house of Abu Bakr Siddiq (R).
* Ayesha (R) in the mosque or Tanzeem in the mosque.
* Arafar Maidan.
* Namira in the mosque.
* Muzdalifah Maidan.
* Mashaaril Haram in the mosque.
* Minar Maidan.
* Khayef in the mosque.
* The place to stone the devil (Jamara).
* Mina walk-to-come tunnel from Kaaba on foot.

Places to visit in Medina (ziyarat)
* History and tradition of Nawabi in the mosque.
* Nabi Kareem (sa) Raoza Mubarak.
* Reazul Jannat.
* Jannatul Baki (cemetery).
* Maidan of Uhud (Cemetery of Amir Hamza).
* Abu Bakr (R) in the mosque.
* Osman (R) in the mosque.
* Masjid Ali (R).
* Belal (R) in the mosque.
* Gamama in the mosque.
* Kuba in the mosque.
* Jumma in the mosque.
* Masjid Keblatain (Mosque of changing the qibla).
* Salman Farsi’s (R) date garden.
* Trench battlefield.
* The place where the Companions used to stay to listen to the Hadith or the sayings of the Prophet (peace be upon him).

Jeddah, the field of Taif, the mountain of Zin can be visited subject to discussion.

11 + 8 =